পদ্মা নদীর তীর ঘেঁষে ১ একর ৫৮ শতাংশ জমি নিয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ গঠিত। পূর্বে- দোহার পৌরসভা এবং বিলাশপুর ইউনিয়ন। পশ্চিমে - পদ্মা নদী ও ঝাউকান্দা ইউনিয়ন এবং নয়াবাড়ী ইউনিয়ন। উত্তরে- কুসুমহাটি ও রাইপাড়া ইউনিয়ন । দক্ষিনে - পদ্মা নদী ও ফরিদপুর জেলা। পরিষদের জমি দান করেন মৃত: আ:বাছের মুন্সী। ২০০৩ সালের ১৩ ই সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্ভোধন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস